তোমার সাথে আমার অনেক মিল
গল্প কথায় রোদ্দুর ঝিলমিল
শুধু চাওয়া পাওয়ায় বড়ই অমিল
আমি পালিয়ে গিয়ে হবো শঙ্খচিল।।
তোমার জন্যে গাইবোনা কোন গান
আমার হয়না কথা হয়না গানের সুর।।
তালবেতালে তালগোল ভরা মিল
আমি পালিয়ে গিয়ে হবো শঙ্খচিল
তোমার সাথে আমার অনেক মিল
গল্প কথায় রোদ্দুর ঝিলমিল
শুধু চাওয়া পাওয়ায় বড়ই অমিল
আমি পালিয়ে গিয়ে হবো শঙ্খচিল
তোমার জন্যে বাধবোনা কোন গান
আমার হয় কিছুই কেবল গানের ভান ।।
সুর তাল লয়ে কেবলই গরমিল
আমি পালিয়ে গিয়ে হবো শঙ্খচিল
তোমার সাথে আমার অনেক মিল
গল্প কথায় রোদ্দুর ঝিলমিল
শুধু চাওয়া পাওয়ায় বড়ই অমিল