-->

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি - জুয়েল, কনা

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছেড়ে কেমনে রবি।

তোর পরানে আমারি মন,
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাচিনা ।

এক জীবনে তো ভুল হতেই পারে,
তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে,

যাসনে রেখে এভাবে চলে,
আমি যাচ্ছি এ পথ ভুলে,
বহুদুরে কেউ তো জানবে না।

Disqus Comments