-->

রোদের ফোটা - মেঘদল ( Roder Fota - Meghdol )

কথা/সুর – শিবু কুমার শীল

শূন্যতায় ডেকে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামীকাল।

তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা।

শোন কবি, শোন কবিতা
ভাঙো দীর্ঘ মূর্ছনা।
রাখ এইখানে হাতটুকু
তবু চলে যেতে বোলো না।

শূন্যতায় ডুবে গেছে
শহরের বাকী ইতিহাস
ফিরবো না তুমি আর আমি
ফিরবো না হয়তো আবার।

শূন্যতার শোকসভা
শূন্যতার যত গান
দিলাম তোমার মুকুট
আমার যত অভিমান।

Disqus Comments