-->

Habib Wahid - Doob【Lyrics】

হাবিব ওয়াহিদ - ডুব


তোমার মাঝে নামব আমি, তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটব সাঁতার, ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন যাপন, স্বপ্ন দেখা , স্বপ্ন ভাঙ্গা


সারা নিশি ভিজব দুজন ছাদে ঝরা জলে
সবুজ সুখে করব কুজন নীল আকাশের তলে
পাজর দিয়ে আগলে রব তোমায় সারা জীবন


সূর্য চোঁবে রাতের অধর, ঝরবে নরম আলো
নামব তোমার চোখের ভেতর , বাসব অনেক ভালো
মনের সবুজ সূতো দিয়ে বুনবো অনেক স্বপন


Disqus Comments