কনা - কৃষ্ণচূঁড়া হাতে
পৃথিবীতে আছে দেখো তোমার পানে, তাকিয়ে দেখো চোঁখ মেলে উন্মুক্ত নয়নে
খোলো তোমার মনের দারটাকে দেখো আমায়
উন্মগ্নতায় দাড়িয়ে আছি কৃষ্ণচূঁড়া হাতে
নিস্সঙ্গ একা সদ্য ছেড়া ঘুড়ি প্রাণহীন
বাতাসের ভাজে ভাজে নীল আকাশে হবে যে বিলীন
কালো মেঘের ছায়াকে দূরে ফেলে দিয়ে দেখো তুমি পৃথিবীকে
জীর্ণ শত ব্যাথাকে ভুলে গিয়ে দেখো তুমি ধরণীকে
আঁধারের পরে নতুন আলো নিয়ে হয় সূর্যোদয়
ভেবোনাকো বিলাসী বন্ধু তুমি হবে তোমার জয়
Disqus Comments