-->

Kona - Jemitik Bhalobasha【Lyrics】

কনা - জ্যামিতিক ভালবাসা

বৃত্ত আঁকা মন, সরল রেখার সুর, দৃষ্টি ধাঁদিয়ে , থাকছ বহুদূর

বিন্দু বিন্দু মেঘ, স্থূল সে আবেগ, বিপরীত আশা, জ্যামিতিক ভালবাসা
জ্যামিতিক ভালবাসা

গানেতে অথরে হেলিয়ে দুপায়ে, পরিমিত এই মন দিয়েছ রাঙিয়ে

পরিমিত এই মন দিয়েছ রাঙিয়ে
রেখেছি সাজিয়ে জোৎসনা ভিজিয়ে
কেন্দ্রীভূত ক্ষণ , চোঁবে কি কখন
বিপরীত আশা ্
জ্যামিতিক ভালবাসা

Disqus Comments