-->

Shafiq Tuhin - Bhalobasha Nio

শফিক তুহিন - ভালবাসা নিও


ভালোবাসো আর নাই বা বাসো, সুধু তোমায় ভালবাসতে দিও

হৃদয়ের সবটুকু ভালবাসা নিও, বন্ধু প্রিয়

ইচ্ছেরি ফুল ফুটিয়ে আমি তোমায় দেব তুলে
একটু সুবাস নিও তুমি কখনো ইচ্ছে হলে

মনের দেয়াল তুলে তুমি থাক যতই দুরে
বাতাস হয়ে ছুয়ে দেব তোমার উষ্ণ অধরে

Disqus Comments