-->

Rashed - Ami Khujechi Tomay Mago

রাশেদ - আমি খুজেছি তোমায় মা গো


ঐ আকাশের তারায় তারায়, চাদের জোছনায়, ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায়
আমার হৃদয় জুড়ে আছ সৃতির পাতায় পাতায়, সৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়
আমি খুজেছি তোমায় মা গো, আমি খুজেছি তোমায়


কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মা গো
সেই স্বপ্ন গুলো থমকে আছে তুমি এসে দেখো

তোমার ছেলে , কাটছে সময় এমন অসহায়



আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি
এই হৃদয় খানি উজাড় করে মা বলে ডাকি

কেমন করে নিরব থাক কোন সে মমতায়

Disqus Comments