-->

Tahsan - Ke Aake Onno Chobi

তাহসান - কে আকে অন্য ছবি

মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে কে আকে অন্য ছবি

কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে অচেনা

মাঝে মাঝে আকাশে চেয়ে উদাসী হয়ে থাক
বুঝিনা যে তখন তুমি কার কথা যে ভাব


মাঝে মাঝে কথার ফাকে হঠাৎ তুমি থেমে যাও
বুঝিনাত যে কথাটি আড়াল করে যে যাও

Disqus Comments