এলবাম - একলা প্রথম
বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি ???
বল তুই আমায় ছাড়া কেমনে রবি ???
তোর পরাণে আমার এ মন, বান্ধিয়াছি সারা জীবন
তোরে ছাড়া বাচিনা
ও . . একি মনে একটু ভুল হতেই পারে
তাই বলে কি আপন মানুষ রাখবি দুরে
একি মনে একটু ভুল হতেই পারে
তাই বলে কি আপন মানুষ রাখবি দুরে
যাসনারে এভাবে চলে, আমি যাচ্ছি এ পথ ভুলে বহুদূরে
কেউতো জানবেনা