-->

Srikanto Acharjo - Bristi Tomake Dilam Lyrics

শ্রীকান্ত আচার্য - বৃষ্টি তোমাকে দিলাম

আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম

সুধু শ্রাবন সন্ধাটুকু তোমার কাছে চেয়ে নিলাম

হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাশিতে কান পেতে থাকি
তাকেই কাছে ডেকে, মনের আঙ্গিনা থেকে, বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম

তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে, চাইনা হারাতে তাকে, বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম

Disqus Comments