যেন মরে যাই, যদি না থাক তুমি পাশে
সব ভুলে যাই, যদি তুমি থাক খুব কাছে
যেন ফিরে পাই, জীবনের স্পন্দন
ভালোবেসে যখন জড়িয়ে ধর আমাকে
ভালোবেসে যখন জড়িয়ে ধর আমাকে
কেন এমন হলো জীবন আমার
তুমি ছাড়া পৃথিবী কষ্টে একাকার
যেন মরে যাই
তোমাকে ভুলে থাকার , কষ্টটা প্রকট
ভুলে কভু ভুলিনা তোমায়
যত কাছে আস তুমি , খুঁজে পাই যেন আমি , ধূসর মরুর বুকে জলেরই আধার