-->

না বলা কথা ২ - ইলিয়াস হোসেন

তোমার প্রমে আমি , আজও স্বপ্ন বুনে যাই ।
মনের সীমানাতে , শুধু তোমায় খুজে পায় ।
জানি না , কি করে , আমি তোমাকে বোঝাই ,
না বলা, কথা, আজ বলে দিতে চাই ।
জানি না , কি করে , আমি তোমাকে বোঝাই ,
না বলা, কথা, আজ বলে দিতে চাই ।

তোমার কথা ভেবে ভেবে , রাত্রি আমার কেটে যায় ।
থাক তুমি দূরে সরে , বুজতে চাও না আমায় ।
তোমার কথা ভেবে ভেবে , রাত্রি আমার কেটে যায় ।
থাক তুমি দূরে সরে , বুজতে চাও না আমায় ।
এত ভালবাসা, দেব তোমায় , যে ভালবাসা পৃথিবীতে নাই ।
জানি না , কি করে , আমি তোমাকে বোঝাই ,
না বলা, কথা, আজ বলে দিতে চাই ।
জানি না , কি করে , আমি তোমাকে বোঝাই ,
না বলা, কথা, আজ বলে দিতে চাই ।

তোমার পথ চেয়ে চেয়ে, মনটা পরে সারাক্ষণ ।
একটু করে বাসলে ভাল , বল না কি হয় এমন ।
তোমার পথ চেয়ে চেয়ে, মনটা পরে সারাক্ষণ ।
একটু করে বাসলে ভাল , বল না কি হয় এমন ।
এত ভালবাসা, দেব তোমায় , যে ভালবাসা পৃথিবীতে নাই ।
জানি না , কি করে , আমি তোমাকে বোঝাই ,
না বলা, কথা, আজ বলে দিতে চাই ।
জানি না , কি করে , আমি তোমাকে বোঝাই ,
না বলা, কথা, আজ বলে দিতে চাই ।

Disqus Comments