এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না ।
Ei bristi veja rate colle zeo na.
বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে ।
Brristir chonde bokuler gondhe.
আমায় তুমি ফেলে যেও না ।
Amay tumi fele zeo na.
এত দিন পরে তুমি এলে
Eto din pore tumi ele
ওগো এখনি কেন যাবে চলে
Ogo ekhoni keno zabe cole
এ হৃদয় জুড়ে পিয়াসা
E hrridoy jure pipasa
ভেঙ্গে দিওনা আমার এ আশা
venge diona amar e asha
ভাল যদি আমায় নাই বাসো
Valo zodi amay nai baso
একটু কর করুণা ।
Ektu koro koruna.
জীবনের আকাঁ বাকাঁ পথে
Jiboner aka baka pothe
ওগো কে রবে তোমার সাথে সাথে
Ogo ke robe tomar sathe sathe
সবাই যখন চলে যাবে
Sobai zokhon cole zabe
তবু আমায় তখন কাছে পাবে
Tobu amay tokhon kache pabe
তুমি ছাড়া জীবনে
Tumi Chara jibone
আর তো কিছুই চাইব না ।
Ar to kichui caibona.