-->

শহরবন্দি - মেঘদল ( Shohorbondi - Meghdol )

শহরবন্দি মেঘ, ঘুরে ঘুরে একা
আমাদের এই সুবর্ন নগরে
আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন
ধূসর রাজপথের প্রান্তরে।

চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায় বিদায় (২)
তুমি এখনও দেখো সুর্যলোকের ভোর
তুমি গাইতেই পার গান, এই সুবর্ন নগরে
ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে। (২)

কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক
কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো(২)
ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পার
ভুলে যেতে পার চাইলেই বারবার
তুমি গাইতেই পার গান এই সুবর্ন নগরে
ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে। (২)

Disqus Comments