-->

আমি হেটে যাই - মেঘদল ( Ami Hete Jai - Meghdol )

আমি হেটে যাই মেঘের কাছে


আমি হেটে যাই মেঘের কাছে, প্রশ্বাসে ছুয়েঁছি আকাশ দুঃখ ছুঁয়ে যায়
বাতাশে বাতাশে

আমার সকল পাপ ক্ষমা করে দিও তুমি মেঘ, ভালোবাসা হয়ো তুমি
পরজনমে

বুকের আকাশ খুলে দাঁড়িয়ে শূণ্যে, সকল শূণ্যতা চোখে নিয়ে
আমি হেটে যাই মেঘের কাছে

আমি হেটে যাই মেঘের কাছে

Disqus Comments