-->

এই কি বেশী না - তপু


ব্যান্ড – যাত্রী
এ্যলবাম – ডাক
তুমি চাও রোদ্দুর
আমি চাই আকাশ মেঘলা
খোঁজ পূর্ণিমা
বলি চাঁদ ডুবে যাক না
ছুটে চলো একা দুরে
আমার ইচ্ছে করে না
দু’জনেই দু’জনাকে চাই তবুও
নিজেদের আজ কেউই চাই না
মেলে না আজ কিছু মেলে না
ভালোবাসা আর বাঁচতে চাওয়া ছাড়া
এ দুটোই মিলে যায়
বসে একা ভাবি তাই
—এই কি বেশী না
এই কি বেশী না
বলো এই কি বেশী না
আজ এই কি বেশী না
ঘুমন্ত শহর
তুমি আমি জেগে একলা
আমি বলি প্রেম
তুমি বলো বন্ধুত্ব এটা
গল্প চলে এগিয়ে
এইতো আছি বেশ
ভাবছিনা কেউ আজ
হলে হোক তা শেষ
মেলে না আজ কিছু মেলে না
ভালোবাসা আর বাঁচতে চাওয়া ছাড়া
এ দুটোই মিলে যায়
বসে একা ভাবি তাই
—এই কি বেশী না
এই কি বেশী না
বলো এই কি বেশী না
আজ এই কি বেশী না
আমি চাও রোদ্দুর
আমি চাই আকাশ মেঘলা
খুঁজি পূর্ণিমা
বলি চাঁদ ডুবে যাক না
ছুটে চলি বহুদুরে
আমার ইচ্ছে করে না
দু’জনেই দু’জনাকে চাই তবুও
নিজেদের আজ কেউই চাই না

Disqus Comments