-->

আমি যারে চাইরে - আজম খান


আমি যারে চাইরে
সে থাকে মোরই অন্তরে
আমি যারে চেয়েও হারাই রে
আমি যারে পেয়েও হারাই রে
এই আছি এই নাই
অন্তরে নিয়েছি ঠাঁই
বিরাজ করে সে ভুবনে
ভক্তিতে মুক্তি
জানি এ শক্তি
বাসনা পূর্ণ হবে সাধনে

Disqus Comments