-->

স্বপ্ন সবাই দেখে - সোলস

ব্যান্ডঃ সোলস
অ্যালবামঃ বিমা জানে



স্বপ্ন সবাই দেখে
ক’জনার সত্যি হয়
কি করে বলি
দুঃস্বপ্নের রাত দু’চোখে
সবারই সুখ আসে
ক’জনা সুখী হয়
আমার সুখে এখন
অজানা দুঃখ ভীড় করে
ক্ষয়ে যাওয়া অধিকার
পিছু টানে বারেবার
হারানো ক্ষণ দু’জনা
পিছু টানে বারেবার
কিছু প্রহর নীরবে
কিছু প্রহর বিরহে
কিছু কাটে ভাবতে
কিছু স্মৃতি আসলে

Disqus Comments