-->

সজনী সাঝেরও তারা হয়ে - নোভা


ব্যান্ড – নোভা
এ্যলবাম – আহবান
সজনী সাঝেরও তারা হয়ে
আমার আকাশে এলে
পাশে চাঁদ তবুও তোমার আলো
হৃদয় আমার কেড়ে নিলে
কেন আমার আকাশে এলে
শিমুলেরও ঝর-ঝর্নাতে
ছবি হয়ে যেতে তুমি
আমারো পাশে
অলসও দুপুর অতীত হয়ে
সন্ধ্যা যখন নেমে আসে
লাজ রাঙা চোখে
তুমি কি বলে গেলে
কেন আমার আকাশে এলে
মিছে আলো আর আলেয়ায়
বাঁধা কেন ছিলে তুমি আমারো হিয়ায়
তোমারো আঁধার কালো দুটি চোখ
জীবন প্রদীপ জ্বেলে ডাকে
চোখেরও জলে
যদি দীপ নিভে দিলে
কেন আমার আকাশে এলে

Disqus Comments