শুন্য - শত আশা
কথা - মনজুরুল আলম জামি
সঙ্গীত - ফাহিম মিউজিক
শত আশা !!
কিছু পাবার আশায়, স্বপ্নগুলো আজ সত্যির পথে
কিছু দেখাবো বলে, স্বপ্নগুলো আজ মুক্তির পথে
আজ সব পথ পেরিয়ে, শত বাধা এড়িয়ে লক্ষ্য খুজতে চাই
শত আশা
আজ হাতে রেখে হাত, স্বপ্নগুলো আজ একসাথে
ভুলে যাবনা বলে, স্বপ্নগুলো আজ সৃষ্টির পথে
আশাগুলো আজ আলো হয়ে ঝলে উঠে, আশাগুলো আজ হেসে তৃপ্তি নেয়
এতে নেই কোনো পিছুটান, নেই কোনো বাধা
Disqus Comments