শফিক তুহিন ও অরিন - বন্ধুর জন্য গান
আমার সকাল, দুপুর বিকেলগুলো তোমায় তুলে দিলাম
তোমার রাত্রি জাগার প্রহরগুলো আকুল করে নিলাম
বন্ধু আছি আজো আমি, বন্ধু যেমন ছিলাম
চেয়ে দেখো দুচোখ মেলে চেনা পথের বাকে, চিনতে তুমি পারো কিনা, চেনা স্বপ্নটাকে
সুখের সময় ছুড়ে ফেলে, আমি ছুটে এলাম
একা তুমি থেকোনা আর নিয়ে বিষন্নতা
কিছু আমায় দিও তোমার জমিয়ে রাখা ব্যাথা
Disqus Comments