-->

Porshi & Muhib - Lagenato Bhalo

পরশী ও মুহিব - লাগেনাত ভালো


সূর্যটা দুরে গেলে, পায় না চাদ আলো
তুমিও তেমন করে,
থাক যদি দুরে সরে
লাগেনা লাগেনাত ভালো, লাগেনা লাগেনাত ভালো


ছিল যত অপরাধ, আজ কর ক্ষমা
বলনিত কখনো, মনে রেখে জমা

এস ফিরে ছায়া নীড়ে, সুখের প্রদীপ টিরে এ বুকে জালো
থাক যদি দুরে সরে
লাগেনা লাগেনাত ভালো, লাগেনা লাগেনাত ভালো


চন্দ্র সূর্য দেব, ও দু হাতে এনে,
চাইনা কিছু আর নিয়েছি যে মেনে
এস তবে দাও সুখ, প্রেমময় হাসিমুখ করোনাতো কালো
লাগেনা লাগেনাত ভালো, লাগেনা লাগেনাত ভালো

Disqus Comments