-->

Miles - Aj Jonmodin Tomar

Miles ( শাফিন আহমেদ) - আজ জন্মদিন তোমার


আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের জ্যোসনাটা আরো সুন্দর, সন্ধাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভোরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা


তুমি এই দিনে পৃথিবীতে এসেছ , সুভেচ্চা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অললন স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে




তোমার জন্য ফোটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে গোলাপ

আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে

Disqus Comments