Recall - এতটা ভালোবাসী
নিস্প্রান নগরীতে ঝিঝিরাও ঘুম
আমি চাদের আলো হয়ে তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
এতটাই ভালোবাসী . .
একই অপরুফ সুন্দর তার স্বপ্নের বর্ষার রাতে, আমি ভিজে ভিজে আমি মরি, মিছে নগ্ন প্রভাতে দেখি ভীষন অন্ধকার মাঝে আলো ছায়া, তার নুপুর বাজে , আমি যে
ভেবে ভেবে এসে ভরিত
আমি সুর্যের আলো হয়ে তোমার চলার পথে ছায়া হয়ে তোমায় দেখি