ফুয়াদ Featuring তপু - মেয়ে
একা বসে আধারে আমি যে আজ ভেবে যাই
কিছু বলে বোঝা চোখ ঘড়ি দেখি তবে তাই . .
মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাব কি ?
কখনোকি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি ?
নাকি ভেবে নেব আজো তুমি আমায় চেনোনি ?
ভালো লাগেনা তোমায় এ কথা বলেছি বারে বারে বার
তোমার মন ভেঙ্গে যাবে ভেবে হেসেছিলাম আমি আবার
সবি ছিল ভালবাসা বুঝলেনা বুঝলেনা
বুঝতে যদি দেখতে আমায় লাগছে অচেনা
হাসছি আমি বলছি কথা ভাবছ দেখিনা তোমায়
তুমি আমার হৃদয় আর দূর থেকে তাকিয়ে দেখা
ক্ষনিকের বন্ধুরা যখন আর থাকবেনা ,
খুঁজে দেখো পাবে আমায় আমি সেই চির চেনা
তুমি আমি দিয়েছি পাড়ি দুজনে এপাড় ওপাড়
সবি আমার স্বপ্ন আর সুখের ছবি কল্পনার
জানি তুমি আমায় এখনো চিনতে পারনি
ভালোবেসে ডাকবে যখন আসব তখনি