-->

Eto Kosto (এত কষ্ট) By James

Title : Eto Kosto (এত কষ্ট)
Artist : James (জেমস)
Album : Warning (ওয়ার্নিং)

Download : Eto Kosto


এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা
তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

কি ঝড়ে পড়েছি, একাকী মরেছি, গিয়েছি ভেঙ্গেচুরে
পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

 

Disqus Comments