-->

ওরে নীল দরিয়া - সারেং বউ

ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া


কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধর ফড়াইয়া রে
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে

আমার এত সাধের মন বধুয়া হায় রে
কি জানি কি করে

ওরে সাম্পানের নাইয়া
আমায় দে রে দে ভিড়াইয়া

হইয়া আমি দেশান্তরী
দেশ বিদেশে ভিড়াই তরী রে
নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে
বন্দরে বন্দরে

আমার মনের নোঙ্গর পইরা রইছে হায় রে
সারেং বাড়ির ঘরে

এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বধুয়া আমার
রইছে পন্থ চাইয়া

Disqus Comments