তুমি আছ বলে তারা নিভে জ্বলে
তুমি আছ বলে তারা নিভে জ্বলে
সাগরেতে নামী খুজি মোহনা
তুমি আছ বলে আছি
পৃথিবীতে আমি বাচি
তুমি অন্য কারো হতে পর না
আমি নিস্ব হয়ে যাব জাননা
যখন তোমাকে পাব না
আমি নি:স্ব হয়ে যাব জাননা
যখন তোমাকে পাব না
চোখে চোখ পড়লে চোখ সরে না
এত দেখি তবু মন ভরে না
চোখে চোখ পড়লে চোখ সরে না
এত দেখি তবু মন ভরে না
মায়া মায়া তোমার হাসি
কথা যেন মধুর বাশি
আমি পাই না খুঁজে তোমার তুলনা
আমি নি:স্ব হয়ে যাব জাননা
যখন তোমাকে পাব না
আমি নি:স্ব হয়ে যাব জাননা
যখন তোমাকে পাব না
তুমি আছ বলে তারা নিভে জ্বলে
সাগরেতে নামী খুজি মোহনা
তুমি আছ বলে আছি
পৃথিবীতে আমি বাচি
তুমি অন্য কারো হতে পর না
আমি নিস্ব হয়ে যাব জাননা
যখন তোমাকে পাব না
আমি নি:স্ব হয়ে যাব জাননা
যখন তোমাকে পাব না
চোখে চোখ পড়লে চোখ সরে না
এত দেখি তবু মন ভরে না
চোখে চোখ পড়লে চোখ সরে না
এত দেখি তবু মন ভরে না
মায়া মায়া তোমার হাসি
কথা যেন মধুর বাশি
আমি পাই না খুঁজে তোমার তুলনা
আমি নি:স্ব হয়ে যাব জাননা
যখন তোমাকে পাব না
আমি নি:স্ব হয়ে যাব জাননা
যখন তোমাকে পাব না
ভালবাসা ছাড়া বল কে বাঁচে
থাক তুমি থাক প্রানেরই কাছে
তুমি আমার ভালবাসা
তুমি আমার আলো আশা
তুমি আমার সে কথা কি মাননা
আমি নি:স্ব হয়ে যাব জাননা
যখন তোমাকে পাব না
আমি নি:স্ব হয়ে যাব জাননা
যখন তোমাকে পাব না
যখন তোমাকে পাব না
আমি নি:স্ব হয়ে যাব জাননা
যখন তোমাকে পাব না
তুমি আছ বলে তারা নিভে জ্বলে
তুমি আছ বলে তারা নিভে জ্বলে
সাগরেতে নামী খুজি মোহনা
তুমি আছ বলে তারা নিভে জ্বলে
সাগরেতে নামী খুজি মোহনা
আমি নি:স্ব হয়ে যাব জাননা
যখন তোমাকে পাব না
আমি নি:স্ব হয়ে যাব জাননা
যখন তোমাকে পাব না
যখন তোমাকে পাব না
আমি নি:স্ব হয়ে যাব জাননা
যখন তোমাকে পাব না