হঠাৎ এসেছিলে চোখের আলোতেহারিয়ে ফেলেছি এক ঝলকেতবুও তুমি ছিলে চোখের কোনেআগলে রেখেছি বড় যতনে
ভালবেসেছি তোমাকে প্রথমচোখের আলোতে এসেছ যখনছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণেভালবাসা তো হয়না মনের বিপরীতে
এটাই কি প্রলয়ের অনুভূতিতাই কতটা পথ খুঁজে ফিরেছিহটাত তোমার ছায়ায় আহবানতাই ভুলে গেছি ছিল যা কিছু পিছুটান
মাঝে মাঝে তোমাকে বুঝি না কেনতোমায় ঘিরে যে কত বেদনাএসোনা তুমি আঁধার ভুলে আলোতেজড়িয়ে দিবো মায়া চাদরে
ভালবেসেছি তোমাকে প্রথমচোখের আলোতে এসেছ যখনছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণেভালবাসা তো হয়না মনের বিপরীতে
এটাই কি প্রলয়ের অনুভূতিতাই কতটা পথ খুঁজে ফিরেছিহটাত তোমার ছায়ায় আহবানতাই ভুলে গেছি ছিল যা কিছু পিছুটান
মাঝে মাঝে তোমাকে বুঝি না কেনতোমায় ঘিরে যে কত বেদনাএসোনা তুমি আঁধার ভুলে আলোতেজড়িয়ে দিবো মায়া চাদরে