-->

শুন গো রূপসী ললনা - মোহাম্মদ আলী সিদ্দিকী

শুন গো রূপসী ললনা
আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না ।

আমি কারো খাই না পড়ি না কারও চাকরী করি ।
আমাকে কথায় কথায় মন্দ বলা চলবে না ।

কি হবে খ্যামটা নেচে গোমটা দিয়ে মুখ লুকিয়ে
কি হবে ঠোট বাঁকানো গাল ফোলানো রাগ দেখিয়ে ।

আমি কারো ধার না ধারি না কারো পরোয়া করি ।
তোমার ঐ নিঠুর শাষণ চক্ষু বুঝে সইবো না ।

তোমাকে রাগলে পরে দেখতে বড় মিষ্টি লাগে
তোমার ঐ গুমরা মুখের অন্ধকারে সূর্য হাসে ।

কর যত ছল চাতুরি সবই আমি বুঝতে পারি ।
নিজেকে নিজেই আজো বুঝতে তুমি পারলে না ।

কি হবে বন্ধ ঘরে সঙ্গী ছাড়া রাত কাটিয়ে
ক্ষতি কী বন্ধু ভেবে ডাকলে কাছে চুপটি করে ।

আমাকে পর ভেবো না জেনে শুনে ভুল করো না ।
আমি তো বন্ধু তোমার শত্রু ভাবা চলবে না ।

Disqus Comments