ব্যান্ড : শিরোনামহীন
এলবাম : শিরোনামহীন (২০১৩)
গান : রোদ ক্যানভাস
কথা : জিয়া , সুর : দিয়াত
মিথ্যে গল্প নয়,
মিথ্যে স্বপ্ন নয়
ইচ্ছের ফডিংরা বলে দেয় কি সত্যি হয় ।
একরাশ সুবাতাস,
একমুঠো দীর্ঘশ্বাস
একই বিকেলে ভিজে যায় নীল আকাশ ।।
আনমনে রোদ ক্যানভাসে ছবি আঁকা
অন্ধ হলেও বেচে থাক্ ভালো থাকা
নিঃশ্বাস ভবঘুরে, ইচ্ছের প্রান্তরে
যদিও খুঁজে ফেরে, কোনো চেনাঠিকানা
চিন্তার বাতিঘরে, স্বপ্নেরা কড়া নাড়ে
রোদ ক্যানভাস জুড়ে, ইচ্ছের সীমানা ।।
যদি সময়ের জানালা ধরে, আজন্ম স্বপ্ন সাজিয়ে যাই
কখনো কি আর তারাদের আসরে, ইচ্ছের সীমানা খুজে বেড়াই ?
জানিনা কতকাল জেগে থাকি
কীভাবে সময়কে বেঁধে রাখি ?
এলবাম : শিরোনামহীন (২০১৩)
গান : রোদ ক্যানভাস
কথা : জিয়া , সুর : দিয়াত
মিথ্যে গল্প নয়,
মিথ্যে স্বপ্ন নয়
ইচ্ছের ফডিংরা বলে দেয় কি সত্যি হয় ।
একরাশ সুবাতাস,
একমুঠো দীর্ঘশ্বাস
একই বিকেলে ভিজে যায় নীল আকাশ ।।
আনমনে রোদ ক্যানভাসে ছবি আঁকা
অন্ধ হলেও বেচে থাক্ ভালো থাকা
নিঃশ্বাস ভবঘুরে, ইচ্ছের প্রান্তরে
যদিও খুঁজে ফেরে, কোনো চেনাঠিকানা
চিন্তার বাতিঘরে, স্বপ্নেরা কড়া নাড়ে
রোদ ক্যানভাস জুড়ে, ইচ্ছের সীমানা ।।
যদি সময়ের জানালা ধরে, আজন্ম স্বপ্ন সাজিয়ে যাই
কখনো কি আর তারাদের আসরে, ইচ্ছের সীমানা খুজে বেড়াই ?
জানিনা কতকাল জেগে থাকি
কীভাবে সময়কে বেঁধে রাখি ?