-->

রঙের গান - জলের গান ( Joler Gaan )

রঙের গান
কথা ও সুর: কনক আদিত্য
 এলবামঃ অতল জলের গান


 লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ।
শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ।
কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥

ভাসতে ভাসতে সবুজ বিলের কুচলা কালো জলে,
সাদা ফুলের হলুদ রেণু মেঘ পাখিদের দলে।
ধূসর ঘুঘুর সাদা ফোটায় একলা দুপুর কাঁদে,
ঝলমলিয়ে রোদের ছায়া পড়লো রঙের ফাঁদে॥

ধানের ক্ষেতে সবুজ বাতাস, ধূসর-কালো কাক
নীল আকাশে দুহাত মেলে শঙ্খচিলের ডাক।
রংধনু রঙে খলসে-পুটির ঝাঁক॥

Disqus Comments