ঘুম ভেঙ্গে যায় তরে স্বপ্ন দেখে ও
ধুম লেগে যায় তরে ভাবলে মনে
তুই যে আমার পরান পাখি ,
তুই যে আমার পরান পাখি ,
তরে রাখি বুকের ও ভেতর
তুই যে আমার পরান পাখি ,
পুষে রাখি বুকের ও ভেতর
তুই যে আমার পরান পাখি ,
তুই যে আমার পরান পাখি
মনের উটনে তোর রূপের আলো
হাসিতে সোনা রোদ চমকে ভাল
মনের উটনে তোর রূপের আলো
হাসিতে সোনা রোদ চমকে ভাল
নিস্ষ হতে চাই তোর প্রেমের ও কাছে
বিশ্ব খুঁজে পাই তোর মনের ও মাঝে
ঘুম ভেঙ্গে যায় তরে স্বপ্ন দেখে ও
ধুম লেগে যায় তরে ভাবলে মনে
তুই যে আমার পরান পাখি ,
তুই যে আমার পরান পাখি ,
তরে রাখি বুকের ও ভেতর
তুই যে আমার পরান পাখি ,
পুষে রাখি বুকের ও ভেতর
তুই যে আমার পরান পাখি ,
তুই যে আমার পরান পাখি
পলক জুড়ে তোর গল্প কথা
চোখের পাতায় প্রেমের লেখা জোকা ,
পলক জুড়ে তোর গল্প কথা
চোখের পাতায় প্রেমের লেখা জোকা
নিস্ষ হতে চাই তোর প্রেমের ও কাছে
বিশ্ব খুঁজে পাই তোর মনের ও মাঝে
ঘুম ভেঙ্গে যায় তরে স্বপ্ন দেখে ও
ধুম লেগে যায় তরে ভাবলে মনে
তুই যে আমার পরান পাখি ,
তুই যে আমার পরান পাখি ,
তরে রাখি বুকের ও ভেতর
তুই যে আমার পরান পাখি ,
পুষে রাখি বুকের ও ভেতর
তুই যে আমার পরান পাখি ,
তুই যে আমার পরান পাখি