-->

এই বুঝি পাঠালে চিঠি - আরফিন রুমি ও ন্যান্সি

বাতাসে কান  পেতে  থাকি ,
এই বুঝি ডাকছ তুমি
আকাশে চোখ মেলে থাকি ,
এই বুঝি পাঠালে চিঠি

এক বার বলি বার বার বলি ,
বলি যে লক্ষ বার ,
তুমি আমার প্রিয়তমা তুমি যে  আমার

তোমায় ছাড়া জীবন আমার ,
জীবন সেতো নয় ,
তোমায় নিয়ে , অনন্ত কাল ,
বাচতে ইচ্ছে হয়

তোমারই জন্য রেখেছি খুলে ,
সপনেরী  দুয়ার

হৃদয়েরই পাতায় পাতায় তোমারই নাম লেখা ,
তুমি ছাড়া পৃথিবীটা ভিশন একলা একা 

তোমারই জন্য রেখেছি খুলে ,
সপ্নেরই দুয়ার

এক বার বলি বার বার বলি ,
বলি যে লক্ষ বার ,
তুমি আমার প্রিয় তমা তুমি যে আমার

Disqus Comments