-->

আবার শহর - মেঘদল

শিরোনামঃ আবার শহর
ব্যান্ডঃ মেঘদল
অ্যালবামঃ শহরবন্দি

ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান আবার শহর
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান
ঘুরেফিরে
ঘুরে ঘুরে
ঘুরেফিরে
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান

ভাবি শুধু ভাবনার এপিঠ-ওপিঠ
ভাবনাই শেষ
অকারনে তোমার মুখটাই যেন
কবিতার রেশ
শহরের বুকে বৃষ্টি জমাট
বৃষ্টিও চোখে
ঘুরে ঘুরে শহরজুড়ে
ফিরে আসি শেষে
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান

ভাবি শুধু সূর্যই তুমি তোমার
সূর্যই শেষ
অকারনে সেই আলোই যেন
বিষাদের রেশ
শহরের ছাদে মেঘ অবিরাম
রোদটাও পড়ে মুখে
ঘুরে ঘুরে শহরজুড়ে
ফিরে আসি শেষে
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান আবার শহর
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান
ঘুরেফিরে
ঘুরে ঘুরে
ঘুরে……

Disqus Comments