কাটাতারে বাধা
কথা:তানভীর চৌধুরী
সুর:পলাশ
ব্যান্ড:পিএনএফ (পলাশ এন ফ্রেন্ডস)
এ্যালবাম:হাতিয়ার
আর কত আমাকে
ভুল দৃশ্য দেখাবে
ভুলের ভয়াল ধোয়াশায়
বোবা স্বপ্ন খোয়া যায়
ধরতে পারিনা আশ্রয়
গিলতে পারিনা কান্না
সময় শেকল হয়ে জড়ায় দুপায়ে...
মগজে- কাটাতারে
এখন বাজায় আমারে...
(কোরাস)
শিকলে
বাধা আছে ইচ্ছে যত
শিকলে
ঢাকা আছে রক্ত ক্ষত
শিকলে
বাধা তুমিও আমার মতো
শিকলে
ক্রিতদাসের দলে।।
আর কত আমাকে
সব মিথ্যে শেখাবে
মিথ্যে মাটিতে গাথা কানে
হেরে যাওয়ার কথা শুনে
গ্রেনেড আমার দুচোখে
এসিড পোড়া বুকে
আমিই বোমার মতো যাই ফেটে
আমার বিস্ফোরনে
প্রেতের আস্ফালনে...
PLAY : http://www.reverbnation.com/pnfband/song/14955814-katatare-badha-from-the-album-hatiar?utm_campaign=opengraph&utm_content=song&utm_medium=link&utm_source=facebook
Set as ur Caller Tunes....
GP-5224147
ROBI-17105064
CCELLL-18004997
AIRTEL-2816499
BL-5344833
https://www.facebook.com/palashNfriends (Official Fan Page)
কথা:তানভীর চৌধুরী
সুর:পলাশ
ব্যান্ড:পিএনএফ (পলাশ এন ফ্রেন্ডস)
এ্যালবাম:হাতিয়ার
আর কত আমাকে
ভুল দৃশ্য দেখাবে
ভুলের ভয়াল ধোয়াশায়
বোবা স্বপ্ন খোয়া যায়
ধরতে পারিনা আশ্রয়
গিলতে পারিনা কান্না
সময় শেকল হয়ে জড়ায় দুপায়ে...
মগজে- কাটাতারে
এখন বাজায় আমারে...
(কোরাস)
শিকলে
বাধা আছে ইচ্ছে যত
শিকলে
ঢাকা আছে রক্ত ক্ষত
শিকলে
বাধা তুমিও আমার মতো
শিকলে
ক্রিতদাসের দলে।।
আর কত আমাকে
সব মিথ্যে শেখাবে
মিথ্যে মাটিতে গাথা কানে
হেরে যাওয়ার কথা শুনে
গ্রেনেড আমার দুচোখে
এসিড পোড়া বুকে
আমিই বোমার মতো যাই ফেটে
আমার বিস্ফোরনে
প্রেতের আস্ফালনে...
PLAY : http://www.reverbnation.com/pnfband/song/14955814-katatare-badha-from-the-album-hatiar?utm_campaign=opengraph&utm_content=song&utm_medium=link&utm_source=facebook
Set as ur Caller Tunes....
GP-5224147
ROBI-17105064
CCELLL-18004997
AIRTEL-2816499
BL-5344833
https://www.facebook.com/palashNfriends (Official Fan Page)