সাদা মাটা সে ভালবাসা বিষাদ সিন্ধুরই চিহ্ন রেখে যায়
ভাল লাগা সে শুভ্র সকাল ঢেকে যায় ঘন কুয়াশায়…খনিকের মুহূর্ত গুলো মনে পড়ে যায়
ভোরের শিশির হয়ে আমাকে কাঁদায়
মুখোমুখি বসে থাকা, এলোমেলো ছবি আঁকা
রং তুলি নিয়ে আরো কতক্ষন?
বুঝতো না সময়, কখনও বা অসময়..
খনিকের তরে কত আয়োজন!
তখনও ভাবেনি মন, ছিল তোমাকেই প্রয়োজন…
দূর আকাশের সন্ধা তারার মত দিশেহারা
মেঘে ঢাকা পথে খুজি সারাক্ষন
বিবর্ন এই মনে, বিষাদের জাল বুনে
নিজেকেই নিজে দেই নির্বাসন….
কেন যে বুঝে না মন! তুমি নেই পাশে এখন!!
সাদা মাটা সে ভালবাসা বিষাদ সিন্ধুরই চিহ্ন রেখে যায়
ভাল লাগা সে শুভ্র সকাল ঢেকে যায় ঘন কুয়াশায়…
খনিকের মুহূর্ত গুলো মনে পড়ে যায়
ভোরের শিশির হয়ে আমাকে কাঁদায়…
কাজী শুভ