-->

হঠাত ভোরে দেখে তোমার সাথে - মাইলস


হঠাত ভোরে দেখে তোমার সাথে
মিষ্টি হেসে তুমি চলে গেলে
রেখে গেলে শুধু স্মৃতিতাকে
আবার দেখে হবে সেই আশাতে
আমি তো সেই দিন থেকে
ভাবছি বসে আমি বলবো তোমায়
একি প্রেম নাকি ভালোবাসা
নাকি আমার মনের এক সুপ্ত বাসনা
আবার দেখা হলো তোমার সাথে
চোখের ভাষায় তুমি বুঝিয়ে দিলে
তোমার চোখের সেই দৃষ্টিতে
না বলা কথার যত ইঙ্গিতে
তুমি তো সেই দিন থেকে
ভাবছো বসে তুমি বলবে আমায়
একি প্রেম নাকি ভালোবাসা
নাকি আমার মনের এক সুপ্ত বাসনা

Disqus Comments