-->

আমার একটা নদী ছিল - পথিক নবী


আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ
নদীর জল ছিলনা
কূল ছিল না
ছিল শুধু ঢেউ
সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
এখন আমি সাঁতার কাটি
সাঁতার ভোলা কেউ
বাঁক ছিল তার শাঁখে শাঁখে
শাঁখে শাঁখে বাঁকে বাঁকে
বাঁকে বাঁকে জমলো মেলা
মেলার ভীড়ে একলা একা
সুজন হারা কেউ

Disqus Comments