-->

সেই যে চলে গেলে - নিলয় দাশ


সেই যে চলে গেলে
আর হায় এলে না ফিরে
কত যে খুঁজেছি তোমায়
অকারণ অশ্রুজলে
এখানেতে আজ উৎসব সারারাত
আলো করে দেয়ালি জ্বলে আছে
এখানেতে এক উল্লাস ভরা গান
আবেগের দরজা খুলে গেছে।।
তোমাকে বারে বারে মনে পড়ে আজও
স্মৃতির শিখা সারাক্ষন জ্বলে…
কত যে খুঁজেছি তোমায়
অকারণ অশ্রুজলে
হৃদয় দেশে কান্নার সাদা স্রোত
আনমনে কোথা যা চলে গেছে
সেখানেতে এক বন্যা অবিরাম
বেদনার জানালা ভেঙ্গে গেছে।।
তোমারই পথ পানে আজও চেয়ে আছি
নয়ন দু’টি সারাক্ষন মেলে…
কত যে খুঁজেছি তোমায়
অকারণ অশ্রুজলে

Disqus Comments