-->

জেল খানার চিঠি - লিমন

দেয়ালের ওপারে আছে আকাশ
খেয়ালের নানা রং আছে বাতাস

সে আকাশ দেখা হয় না
সে বাতাস এসে ছোঁয় না
কেঁদে যাই কেঁদে যাই কেঁদে যাই
কেমন করে বল ওইখানে যাই
যেখানে তুমি আর তোমরা আছো সবাই

তাজমহল রোডে
বিকেল ঘড়ির চারটায়
সূর্য ঠিকই এসে গড়াগড়ি খায়
তোমার কোলে বারান্দায়

প্রতীক্ষাতে রোজ
নীল শার্ট, জুতো কালো টাই
কাছাকাছি আছি তবুও নিখোঁজ
চলছে জীবন আমাকে ছাড়াই।

Disqus Comments