-->

স্বপ্ন যাবে বাড়ি (shopno jabe bary) - Milon Mahmud

শিরোনাম: স্বপ্ন যাবে বাড়ি (shopno jabe bary)
Artist: মিলন মাহমুদ (Milon Mahmud)
অ্যালবাম: Gopone


স্বপ্ন যাবে বাড়ি আমার,
পথ দেব পাড়ি তোমার।
কাছে যাব ফিরে পাহাড়ে পাহাড়।


সাঝ বেলায় সাজ সাজ রব,
ছুটে যাব সেই হাঁসির টানে।
চলে যাব স্মৃতির কোলে,
আমার সব যেখানে।


বাঁধন ভুলে, স্মৃতির টানে,
যাচ্ছি ফিরে চেনা পথে, রঙ্গিন অনেক গল্প ভেবে,
স্বপ্ন ভরা দু’চোখ নিয়ে।


ফিরে যাব আমার উঠোনে, ছুঁয়ে যাব সবুজ ভুবনে।
সাদা মাটির গন্ধ বুকে তোমার স্বপনে।

Disqus Comments