-->

পরবাসী - দৌড় ( Porobashi - Dour Album )

আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়,
মনের চোখের জল শুকাইয়া কান্না চাপতে হয়,
জলে আগুন পরবাসি বুকের ভিটায়,
চোখের দেখা না দেখিয়া অন্তরা পুড়ায়।

ভবঘুরে জীবন নিয়া আমি অপয়া,
তবু কেন তোমার তরে লাগে যে মায়া।
মনে ভাসে সারা লগন তোমারই ছবি,
তোমার লাগি বিবেক পুড়ি ছাই হল সবই।

জলে আগুন পরবাসি বুকের ভিটায়,
চোখের দেখা না দেখিয়া অন্তরা পুড়ায়,
আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়,
দেখতে ইচ্ছা হয়।

Disqus Comments