-->

ডাক দিয়াছেন দয়াল আমারে - এন্ড্রু কিশোর

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশিদিন তদের মাঝারে
চলতে পথে দুদিন থামিলাম
ভালবাসার মালা খানি 
গলে পরিলাম আমি গলে পরিলাম
আমার সাধের মালা যাইরে চিরে
রইবনা আর বেশিদিন তদের মাঝারে 
ও আমি কত জনে কত কি দিলাম 
যাইবার কালে একজনার 
দেখা না পাইলাম , দেখা না পাইলাম
আমার সঙ্গের সাথী
আমার সঙ্গের সাথী কেউ হইলনারে 
রইবনা আর বেশিদিন তদের মাঝারে 

Disqus Comments