-->

Tahsan - Prottaborton Lyrics

তাহসান - প্রত্যাবর্তন

হঠাৎ মনে পড়ল তোমায়, মনে পড়ে গেলো সেই ছেলেমানুষী হারিয়ে গেছে কোথায়
হঠাৎ আজ মনে পড়ল তোমায়
এই আমি কতবার সেই তোমার প্রেমে পড়েছি
মনে আছে কি তোমার?
আর ঠিক ততবার, বৃষ্টির গান লিখেছি , পিয়ানুতে সুর তুলেছি
হৃদয় জুড়ে গেয়েছি ,
তাই আবার ফিরে যাই
আমি আবার আরেকটা বার তোমার প্রেমে পড়তে চাই

Disqus Comments