-->

Fuad ft Rajib - Nikosh Adhar Lyrics

ফুয়াদ featuring রাজীব রহমান - নিকষ আঁধার

নিকষ আঁধার ঘোলাটে অন্ধকার
পূর্নিমা চেয়ে রয় জোনাকির আলো খেলায়
ঝিরি ঝিরি বাতাসে পাতারই মর্মর শব্দ বাজে
এসেছ কি তুমি নুপুরের শব্দ সাঝে
চরণ ধ্বনি আসে যেন আমার কানে
জানালা খুলে যায় প্রিয় ফুলের গন্ধ রাজে
জোৎসনা রাতে আসে যেন আমার পানে
আজ রাতেরই শব্দ কেন শুধু অমলিন কানে বাজে

সেই মেঘলা দিনের কথা যে মনে পড়ে যায়
দুজনে মিলে খেলেছি কত অবেলায়
মনের সব স্বপ্ন দুজনে দুহাতে জড়িয়ে
ছড়িয়ে দিয়েছিলাম ভালবাসার প্রান্তরে
কোনো ঘূর্ণি ঝড়ে ভেঙ্গে দিল সব আমার

Disqus Comments