আমির feat অরিন - বলবনা ভালবাসি
কিছু কিছু কথা (কিছু কথা ) তোমার বলা (তোমার বলা)
কিছু কিছু স্বপ্ন আমার দেখা
, এই আমার কাছে(আমার কাছে) ছুটে আসা(ছুটে আসা)
ভালবাসি . . . বলে দেয়া,
এই আমাকে ভুলে যেতে পারবেনা
শুধু আমি তোমার কাছে ছুটে যাব
তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাবো
তবুও
ভালোবাসী বলবনা
স্বপ্ন দেখি (স্বপ্ন দেখি) তোমায় নিয়ে (তোমায় নিয়ে) জড়িয়ে আমায়, একি চাদরে
লুকাব আমি(লুকাব আমি) তোমার মাঝে , গড়ব এক অঁচিন স্বপ্নের দেশে
এই আমাকে ছেড়ে যেতে পারবেনা
শুধু আমি তোমার হয়ে রয়ে যাব
যত সুখী, দুঃখী তোমার সাথে রব
না নান না না না . . .. . . .না
তবুও ভালোবাসী
শুধু আমি তোমার কাছে ছুটে যাব বলে
শুধু আমি তোমার কাছে ফিরে যাব বলে
Disqus Comments