পার্থ বড়ুয়া - বন্ধু তোকে মিস করছি ভীষন
একলা ঘর , ধুলো জমা গিটার, পড়ে আছে লেনিন, পড়ে আছে shakespeare
t-shirt jeans গুলো ফেলা যে আছে
সুধু মানুষটা তুই নেইতো নেই রে কাছে,
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা
তোকে ছাড়া হয় না টিও , হয় না লেখা
বৃষ্টির সাথেও এখন হয় না দেখা
থমকে যায় , হয় মনে এই বুঝি এসে ডাক দিবি
থমকে যায় পরক্ষণে
কেন হয় যে এমন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা
একলা ঘর , ধুলো জমা গিটার, পড়ে আছে লেনিন, পড়ে আছে shakespeare
t-shirt jeans gulo
সুধু মানুষটা tui নেইতো নেই re কাছে, ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমে
Disqus Comments