ফিরে ফিরে দেখি আজ
শেষ থেকে সুরু
কত নষ্ট সহবাস
জীবন আর আমাতে
প্রতিবাদী আমি আজ
শত কষ্ট পেরিয়ে
আলো জেলে আলো দেখতে চাই
কি আছে ঐ আধারে
নির্ঘুম রাতে জুড়ে
স্বপ্নের আড়ালে, কত কথা কতনা ভয়
আমার এই হাতে কিছু মিথ্যা এনে দাও
মেনে নেব এই অসময়ে
so let sing. .. . break free. let them be
let them be
আমার কষ্ট নিয়ে নষ্ট এ গান
বাচাও খোদা ইশ্বর ভগবান
দেখছে সবাই তবু যাচ্ছে না কেউ
অর্থহীন এ জীবন অবিধান
ঢাকতে চাইনা আমি চোখটাকে
দেখতে দে আমায় সৃষ্টিকে
থাকতে চাইনা আমি তোর সাথে
মিশে যেতে দে জগতে